ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

এই মাসেই মুখোমুখি মেসি-রোনালদো 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ , ১০:৫৯ এএম


loading/img
ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গ্রুপ পর্বেই মুখোমুখি হবেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো লড়াইকে ভিন্ন পর্যায়ে নিয়ে যায় মেসি-রোনালদোর লড়াই। আর্জেন্টাইন অধিনায়ক এখনও বার্সায় থাকলেও পর্তুগীজ ফরোয়ার্ড যোগ দিয়েছেন জুভেন্টাসে। ফুটবলের দুই মহারথীর মাঠের লড়াই ২০১৮ সালের পর অক্টোবরে আবারও দেখা যাবে ইউরোপ সেরার আসরে। এরই মধ্যে সূচিও প্রকাশ দিয়েছে ইউয়েফা কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

ইউরোপ সেরা লিগের ‘জি’ গ্রুপে বার্সেলোনার প্রতিপক্ষ  জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ড্র আয়োজনের পর শুক্রবার মহারণের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরে দুইজন মাঠ মাতিয়েছেন। কে সেরা? তা নিয়ে দ্বন্দ্ব চলছেই। হয়তো চলবেই। রোনালদোর বয়স ৩৫ বছর। অন্যদিকে ৩৩ বছরে পা দিয়েছেন মেসি।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------------
আরও পড়ুন : নেইমারের জোড়া গোলে বড় জয় পিএসজির 
---------------------------------------------------------------------

ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এমন পরিস্থিতিতে দুইজন মুখোমুখি হচ্ছেন আগামী ২৮ অক্টোবর।

জুভেন্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। ফিরতি লেগে ন্যু ক্যাম্পে ওল্ড লেডিদের আতিথেয়তা দিবে কাতালানরা। চলতি বছরের ৮ ডিসেম্বর মাঠে নামবে দুই দল। 

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে মুখোমুখি না হলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিলেন মেসি-রোনালদো। ২০০৯ সালের ফাইনালে বার্সার প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে মেসির গোলে হেরেছিল সিআর সেভেনের ম্যানইউ।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |