• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মুম্বাইয়ের রান পাহাড় টপকাতে ব্যর্থ হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২০, ২১:৫৩
Hyderabad failed to top Mumbai's run hill
ছবি- আইপিএল

চলতি আসরের ১৭তম ম্যাচে নিজেদের প্রথম দেখায় সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচ দিয়ে তৃতীয় জয় তুলে নিলো রোহিত শর্মারা।

দিনের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ব্যাট করতে নেমে ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৬ রান করেই বিদায় নেন সন্দীপ শর্মার বলে।

আরেক ওপেনার কুইন্টন ডি কক এতদিন রান খরায় থাকলেও আজ খেলেছেন ঝোড়ো ইনিংস। মাত্র ৩৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে শক্ত ভীত এনে দেন মুম্বাইকে।

এছাড়া ইশান কিষানের ৩১, হার্দিক পান্ডিয়ার ২৮, সুরিয়াকুমার যাদবের ২৭, কাইরন পোলার্ডের ২৫* ও ক্রুনাল পান্ডিয়ার ২০* রানে ভর করে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ানস।

জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ছাড়া বাকিরা বড় স্কোর গড়তে পারেননি। ওয়ার্নারের ব্যাটে আসে ৪৪ বলে ৬০ রান। এছাড়া মানিষ পাণ্ডে করেন ৩০ ও জনি বেয়রেষ্ট্রো করেন ২৫ রান।

কুড়ি ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদ থামে ৭ উইকেটে ১৭৪ রানে। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিসন ও জসপ্রিত ভুমরাহ।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাওয়ারপ্লেতে হায়দরাবাদের বিশ্বরেকর্ড