বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম নাজমুল একাদশের সামনে ম্যাচে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদুল্লাহ একাদশ।
রোববার ম্যাচটি দিবা-রাত্রির ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। ৪৭.৩ ওভার পর্যন্ত ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ৪০ রান করেন ইমরুল কায়েস।
সাব্বির রহমান ২২, রাকিবুল হাসান ১৫ ও নুরুল হাসান সোহান ১৪ রান করেন।
লিটন দাস ১১,আমিনুল ইসলাম বিপ্লব ৬, রুবেল হোসেন ১ রান তুলতে সক্ষম হোন। মুমিনুল হক আউট হন কোনও রান না করেই। ১৪ রান তুলে অপরাজিত ছিলেন আবু হায়দার রনি।
নাজমুল একাদশের হয়ে দুটি করে উইকেট তুলেছেন তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধ। একটি করে উইকেট শিকার করেন নাঈম হাসান ও সৌম্য সরকার।
মাহমুদুল্লাহ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস,রুবেল হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান ও ইবাদত হোসেন।
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাইম হাসান ও রিশাদ হোসেন।
আরও পড়ুনঃ
আইপিএলে আলাদা দলে সালমা-জাহানারা
ওয়াই