• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

চ্যাম্পিয়নদের লড়াই গোল শূন্য ড্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২০, ০৯:৩৫
france vs portugal 2020,  ronaldo vs mbappe
ছবি- সংগৃহীত

মাঠে শক্তির প্রদর্শন করেও জয় তুলতে পারেনি কেউই। উয়েফা নেশনস লিগের ম্যাচে ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

রোববার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

আঁতোয়া গ্রিজমান, কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুদের বিরুদ্ধে সমান লড়াই করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন দলটি।

অবাক করে দেয়ার মতো বিষয়টি হচ্ছে, ম্যাচের পরিসংখ্যান প্রায় সব ক্ষেত্রেই একই রকম ছিল। ফ্রেঞ্চ-পর্তুগীজ দুই দলই দশটি শট নিয়েছে। এর মধ্যে দুই দলেই ৩ বার করে সঠিক লক্ষে শট নিতে পেরেছে।

২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বলের নিয়ন্ত্রণ ছিল ৪৯ শতাংশ। ২০১৬ সালে ইউরো বিজয়ী পর্তুগাল বল নিজেদের কাছে রেখেছে ৫১ শতাংশ সময়।

আরও পড়ুন :
বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়

শেষ পর্যন্ত কোনও দলই লক্ষ্যভেদ না করতে পারায় সমান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

নেশনস লিগের ‘সি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে পর্তুগাল। সিআর সেভেনের দল দুটিতে জয় ও একটিতে ড্র করেছে।

সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।

তিন ম্যাচে ক্রোয়েশিয়ার একটিতে জয় আর দুটিতে হার রয়েছে। লুকা মদ্রিচ নেতৃত্বাধীন দলটির পয়েন্ট ৩। অন্যদিকে তিন ম্যাচের প্রতিটিতে হেরে সবার নিচে সুইডেন।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন দেশম, অপেক্ষায় জিদান!
ব্যালন ডি’অর আয়োজকদের এক হাত নিলেন রোনালদো
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন