বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়
উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড।
রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে।
ম্যাচের ১৬ মিনিটে রোমেলু লুকাকুকে ডি-বক্সের মধ্যে এরিক ডায়ার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন ইন্টার মিলান তারকা লুকাকু।
আরও পড়ুনঃ
ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর আটক
বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়
চ্যাম্পিয়নদের লড়াই গোল শূন্য ড্র
৩৯ মিনিটে ডি-বক্সে জর্ডান হেন্ডারসনকে ফেলে দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ডের কিকে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে গতি বাড়ায় ইংলিশরা।
ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের বাম দিক থেকে ম্যাসন মাউন্টের শট বেলজিয়ামের টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে জালে জড়ায় বল। এতে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে পর্তুগাল। এদিকে পোল্যান্ড ও ইতালির ম্যাচটিও গোল শূন্য ড্র হয়।
ওয়াই
মন্তব্য করুন