শুরুতেই ফিরলেন তামিম, বৃষ্টিতে খেলা বন্ধ
বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ব্যাট করছে তামিম একাদশ।
মঙ্গলবার মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।
এদিন টস জিতে তামিম ইকবালের দলকে ব্যাট করতে পাঠান মাহমুদুল্লাহ রিয়াদ।
ম্যাচের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফিরে যান তামিম ইকবাল। রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি। ৮ বলে ২ রান করে ফেরত যান অধিনায়ক।
রুবেলের ওভার শেষ হতেই শুরু হয় বৃষ্টির হানা। বর্তমানে খেলা রয়েছে বন্ধ।
ওপেন করতে নামা তানজিদ হাসান তামিম ১ বলে ১ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে এনামুল হক বিজয় তিন বল খেলেও কোন রান তুলতে পারেননি।
তিন ওভার পর ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে রানের সংখ্যা ১২।
এদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি একাদশ। তাই এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেন না তারা।
অন্যদিকে তামিম একদশের প্রথম ম্যাচ এটি। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় তারা।
তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহাদী হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
মাহমুদুল্লাহ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, সুমন খান ও আমিনুল ইসলান বিপ্লব।
ওয়াই
মন্তব্য করুন