পাকিস্তান সফরের ইঙ্গিত ইংল্যান্ডের
দেশে ক্রিকেট ফেরাতে আটঘাট বেঁধে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনার মাঝে ঝুঁকি নিয়ে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। সফর চলাকালীন বেশ কটু কথাও শুনতে হয়েছিল পিসিবিকে। সে সময় সমালোচনা শুনলেও লাভটা আদতে পাকিস্তানের হচ্ছে।
দীর্ঘ দিনের অচলাবস্থা কাটিয়ে দেশটিতে সফর করে শ্রীলঙ্কা, বাংলাদেশ। সফল ভাবে সিরিজ দুটিও শেষ হয়। চলতি মাসের শেষে সফর করবে জিম্বাবুয়ে।
তবে পিসিবি চাচ্ছে আগামী বছরের শুরুতেই ইংল্যান্ডকে আতিথেয়তা দিতে। পূর্ণাঙ্গ সিরিজ না হলেও অন্তত সংক্ষিপ্ত পরিসরে যেন পাকিস্তান সফর করে ইংল্যান্ড।
এবছর পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময়ও ইংল্যান্ড কোচ জানান, পাকিস্তান সফরে যেতে মুখিয়ে আছে তারা দীর্ঘ ১৫ বছর ধরে পাকিস্তান সফরে না যাওয়া ইংল্যান্ড ক্রিকেট এবার পিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে পিসিবিকে।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, 'আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করব সফর নিয়ে। এরপর নিশ্চিত করব কবে যাচ্ছি দেশটিতে। ইসিবি ২০২১ সালের শুরুর দিকে দেশটিতে ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ পেয়েছে। আমরাও চাই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফিরুক। এরজন্য আমরা যত সহযোগিতা লাগে করব।'
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় ৯ বছর দেশটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি পিসিবি।
এমআর/
মন্তব্য করুন