বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের মুখোমুখি নাজমুল একাদশ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
লিগ পর্বের তিন ম্যাচের দু’টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাজমুল একাদশ। তবে তামিম একাদশের সঙ্গে প্রথম দেখায় ৪২ রানে হারে নাজমুলরা।
দ্বিতীয় দেখায় জয়ের মধ্য দিয়ে শোধ নিতে কঠোর মরিয়া নাজমুল বাহিনী। এ ম্যাচে হারলেও ফাইনালে খেলবে নাজমুলরা।
এদিকে তামিম একাদশ তিন ম্যাচের দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে। এ ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেই একমাত্র ফাইনাল খেলতে পারবে তামিমরা। আর তা না হলে ২৩শে অক্টোবরের ফাইনাল খেলবে নাজমুল ও মাহমুদুল্লাহ একাদশ।
তামিম একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহিদুল অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, ও মোস্তাফিজুর রহমান।
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী ও রিশাদ হোসেন।
আরও পড়ুনঃ
ওয়াই