ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নাজমুল একাদশকে ২৩৪ রানের টার্গেট তামিম একাদশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ , ০৯:৫১ এএম


loading/img
নাজমুল একাদশকে ২৩৪ রানের টার্গেট তামিম একাদশের

নিউজিল্যান্ডের কুইন্সটাউনের জন ডেভিস ওভালে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিপক্ষে লড়ছে নাজমুল একাদশ। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩৩ রান তুলেছে তামিম একাদশ। নাঈম শেখ ১২, সৌম্য সরকার ২৮, মাহমুদউল্লাহ ৩৫, শেখ মেহেদী হাসান ৩৮ রান করেন। মোহাম্মদ মিথুন ৫৫ করে তামিম একাদশ একাদশকে এগিয়ে নিয়ে যান। এছাড়া নিউজিল্যান্ডের স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহান ৪৬ রানে অপরাজিত আছেন। স্থানীয় সময় সকাল ১১টায় বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হয় ম্যাচটি।

বিজ্ঞাপন

নাজমুল একাদশ রুবেল হোসেন ৪২ রানে ৪ উইকেট এবং মোহাম্মদ সাইফউদ্দিন ৪০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে এখন নাজমুল একাদশ। 
কিউইদের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সফররত বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। 

একাদশ সাজানোর সুবিধার্থে উভয় দলের হয়ে খেলছেন তিনজন স্থানীয় ক্রিকেটার। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
এমআই/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |