বুধবার লিগ পর্বের খেলা শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপের। নাজমুল একাদশ ও তামিম একাদশের ম্যাচ শেষে নিশ্চিত হয়েছে ফাইনালে খেলছেন কারা।
নাজমুল একাদশ পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে এক ম্যাচ আগেই নিশ্চিত করেছিলেন ফাইনাল। দুই আর তিন নম্বরে থাকা তামিম ও মাহমুদউল্লাহ একাদশের পয়েন্ট ছিল সমান। তবে রান রেটের দিক থেকে এগিয়ে ছিল মাহমুদউল্লাহ একাদশ।
শেষ ম্যাচ তাই তামিম একাদশের বাঁচা-মরার ম্যাচ ছিল। জিতলে ফাইনাল আর হারলে ফাইনালে উঠবে মাহমুদউল্লাহরা। শেষ পর্যন্ত তামিমদের হারে ফাইনালে নাজমুলদের সঙ্গী মাহমুদউল্লাহ একাদশ।
লিগ পর্বের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে।
বৃষ্টির কারণে কাল খেলা না হলেও রাখা হয়েছে রিজার্ভ-ডে
তবে ফাইনাল ম্যাচ দেখা যাবে টিভিতেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ফেসবুক, ইউটিউবের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) দেখা যাবে ফাইনাল ম্যাচটি।
২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এছাড়া বৃষ্টির কারণে কাল খেলা না হলেও রাখা হয়েছে রিজার্ভ-ডে।
এমআর/