• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

মাত্র ১৫ বছর বয়সেই বিগ ব্যাশে নূর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২০, ২১:২৭
Nur in the Big Bash at just 15 years old
নূর আহমাদ

যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে ক্রিকেট ছিল বিলাসিতা, আজ সেদেশের ক্রিকেটাররাই বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেখানে একসময় বোমাই ছিল ঘুম ভাঙার নৈমিত্তিক এলার্ম, সেখানে এখন মস্তিষ্ক জাগে উইলোর 'ঠক ঠক' শব্দে। রশিদ খান, মোহাম্মদ নবীরা এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। নতুন কেউ কী আসছেন? নামটা হতে পারে নূর আহমেদ।

১৫ বছর বয়সী এই আফগান স্পিনারকে আসন্ন বিগ ব্যাশ লিগের জন্য দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস। একই দলের হয়ে খেলবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। বাঁহাতি নূর ছিলেন গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলের সদস্য।

এই স্পিনার এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে আছে ১৫ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা।

নূরকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া লিগেও নূর বেশী ম্যাচ খেলেননি, পরিচিত মুখও নন। এই দুই কাজে লাগিয়ে তার বোলিং রহস্য দিয়েই বাজিমাত করতে চায় মেলবোর্ন রেনেগেডস।
এমআর/

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়