ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে সেলফি তুলেছেন এক দর্শক। মঙ্গলবার নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এ ঘটনা ঘটে। ফুটবলে এমন ঘটনা তো হরহামেশাই দেখা যায়। তবে করোনাকালীন এই সময়ে মাঠে দর্শক প্রবেশের ঘটনাটি নিশ্চয় ভাবাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৭৩ মিনিটের মাথায় তারকা মিডফিল্ডার জামালের দিকে ছুটে আসতে দেখা যায় এক দর্শককে। মোবাইল ফোন হাতে থাকা ওই দর্শক লাল-সবুজদের দলনেতার সঙ্গে সেলফি তুলতে থাকেন।
ঠিক ওই মুহূর্তে রেফারি, লাইনসম্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হস্তক্ষেপে ওই দর্শককে মাঠ থেকে বের করে আনা হয়।
এদিকে বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২-০তে জয় পেয়েছিল স্বাগতিকরা। এই ম্যাচ ড্র হওয়ায় সিরিজটি ১-০তে জিতে নিয়েছে বাংলাদেশ দল।
এর আগে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গেও ছবি তুলতে মাঠে নেমে পড়েন এক ভক্ত। সিলেটে টেস্ট ম্যাচ চলাকালীন সাকিবের সঙ্গেও এমন ঘটনা ঘটতে দেখা যায়।
ওয়াই/পি