ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
রোববার বিকেল সোয়া তিনটায় মুখোমুখি হবে দুই দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
করোনা পরবর্তী নানা চ্যালেঞ্জ নিয়ে নতুন মৌসুম শুরুর ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বরাবরের মতো এবারও ফেডারেশন কাপ দিয়ে শুরু হয়েছে মৌসুম। যদিও আর্থিক সংকটের কারণে মাঠে নামতে না পারা শঙ্কা ছিল মুক্তিযোদ্ধা সংসদের।
তবে শেষ পর্যন্ত জাপানের দুটি প্রতিষ্ঠান এগিয়ে আসে দলটির পৃষ্ঠপোষক হতে। যার পেছনের কারিগর দলের জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। দলটির জন্য পৃষ্ঠপোষক খুঁজতে ফেসবুকে ‘সেভ মুক্তিযোদ্ধা’ পেজ খুলে আহ্বান জানান কাতো। তার হাত ধরেই ভিনদেশী প্রতিষ্ঠান চলে আসে দলটির পাশে। ফুটবল প্রেমীদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন তিনি।
মাঠে নামার আগে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কাতো বলেন, ‘আপনার সমর্থন আমাদের দলের জন্য শক্তিতে রূপান্তরিত হবে। সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
গ্রুপের অপর প্রতিপক্ষ আবাহনী। এরই মধ্যে মোহামেডানকে ০-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে শিরোপা প্রত্যাশী দলটি।
তিনি বলেন, ‘এরই মধ্যে আবাহনীর কাছে হেরেছে মোহামেডান। আমরাও জয় পেতে চাই।’
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অধিনায়কত্বের দায়িত্বটা ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের কাঁধে তুলে দেয়া হয়েছে। দলটির মালেশিয়ান কোচ রাজা ঈসা এদিন রাতে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন ম্যানেজার আরিফ ইসলাম।
কাতো বলেন, ‘ঐতিহ্যবাহী দলটি টিকে থাকুক এটা আমার প্রত্যাশা। এখনও আমাদের প্রধান কোচ মালয়েশিয়া থেকে আসেনি। কোচ ছাড়াই খেলতে হচ্ছে। তবু অধিনায়ক হিসেবে সতীর্থদের অনুপ্রাণিত করছি। যাতে দলটির জন্য ভালো ফল আনতে পারি।’
ওয়াই