ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রাতে কলকাতা মোহামেডানের হয়ে নামবেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ , ১০:১৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

আই লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা মোহামেডান। জামাল ভূঁইয়ার দলের প্রতিপক্ষ হিসেবে থাকবে চার্চিল ব্রাদার্স। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পশ্চিম বঙ্গের নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে ওয়ান স্পোর্টসের ফেসবুক পেজ।

প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। সুদেভা এফসির বিপক্ষে ০-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অধিনায়কের দল।

বিজ্ঞাপন

শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশেই ছিলেন জামাল। ঐতিহ্যবাহী দলটির হয়ে গোল করেন ফয়সাল আলী।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন খ্যাত এই মাঠে ম্যাচের ৫৮ মিনিটে সুরাজ রাওয়াটের বাড়ানো বলে গোল তুলে নেন ফয়সাল। 

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |