ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

দাদির মৃত্যুর সংবাদ জানালেন জামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ , ১২:৫৫ পিএম


loading/img
দাদি হামিদা খাতুনের সঙ্গে জামাল

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দাদি হামিদা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহে মৃত্যু হয় তার। 

বিজ্ঞাপন

মৃত্যুকালে জামালের দাদির বয়স হয়েছিল ১০০ বছরের বেশি। চাংভাদেরা নান্দাইপে নিজ গ্রামের বাড়ীতেই থাকতেন হামিদা খাতুন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। 

কলকাতা মোহামেডানের হয়ে আই লিগ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশ দলনায়ক। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাদির সঙ্গে ছবি দিয়ে এই তারকা মিডফিল্ডার নিজেই মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আপনাকে কথা সব সময় আমার মনে থাকবে দাদু। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। ইনশাল্লাহ।’

হামিদা খাতুনের মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিরউদ্দিন চৌধুরী শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |