• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবাদার কাছে আগে দেশ, পরে আইপিএল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৮
কাগিস রাবাদা

দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা জানিয়েছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারও খেলবেন তিনি।

যদিও আসন্ন আইপিএলের দিন, তারিখ এখনও ঠিক করেনি লিগটির গভর্নিং কাউন্সিল। তার আগেই এই তারকা ক্রিকেটার জানিয়েছেন কয়টা ম্যাচ না খেলার কথা।

এর কারণ হিসেবে রাবাদা জানান, আইপিএলের সম্ভাব্য যে সূচী বলা হচ্ছে সে সময় পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

এপ্রিলে অনুষ্ঠিত হবার কথা রয়েছে আইপিএলের ১৪তম আসরের। একই মাসে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার।

‘আগে দেশ। আমি দেশের হয়েই খেলতে চাচ্ছি। একই সময়ে আইপিএল ও দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের সম্ভাব্য সূচী হওয়ায় আইপিএলে শুরুর কয়টা ম্যাচ খেলতে পারব না। আমি দিল্লির হয়ে খেলতে ভালোবাসি কিন্তু দেশের ম্যাচের গুরুত্বটা অনেক বেশি।’

গতবারের আসরে দিল্লির হয়ে ১৭টি ম্যাচে রাবাদা নিয়েছিলেন ৩০ উইকেট। যেখানে দুই ম্যাচে নিয়েছিলেন ৪টি করে উইকেট।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়