তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার ভোরে কুলিড্জ ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কানদের হয়ে হ্যাটট্রিক তুলেছেন আকিলা ধনঞ্জয়া। তবে কাইরন পোলার্ডের ছয় বলে ছয় ছক্কাও হজম করতে হয়েছে ডান-হাতি এই স্পিনারে।
অ্যান্টিগায় টস জেতার পর সফরকারীদের ব্যাট করতে পাঠায় উইন্ডিজরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।
৩৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন পাশুম নিশাঙ্কা। ২৯ বলে ৩৩ রান তুলেন নিরোশান ডিকভেলা। এছাড়া কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
ওবেদ ম্যাককয় দুটি উইকেট তুলেন। একটি করে উইকেট আদায় করেন কেভিন সিনক্লেয়ার, ফিদেল এডওয়ার্ড, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, ফ্যাবিয়েন অ্যালেন।
দুই ওপেনার লেন্ডেল সিমনস ও এভিন লুইস দুর্দান্ত শুরু করেন। দলীয় ৫২ ও ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন লুইস।
ম্যাচের চতুর্থ ওভারে ঘটে বিপর্যয়। দ্বিতীয় বলে লুইস, তৃতীয় বলে ক্রিস গেইল ও চতুর্থ বলে নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন ধনঞ্জয়া।
পঞ্চম ওভারে ডি সিলভার বলে বিদায় নেন সিমনস। মাঠ ছাড়ার আগে ১৫ বলে ২৬ রান করেন তিনি।
ষষ্ঠ ওভারে আবারও বল হাতে নেন ধনঞ্জয়া। ২৭ বছর বয়সী এই স্পিনারকে এবার সুবিধা করতে দেননি স্বাগতিক অধিনায়ক পোলার্ড। ওভারের ছয় বলে ছয়টি ছক্কা তুলে নেন তিনি।
সপ্তম ওভারের চতুর্থ বলে বিদায় নেন পোলার্ড। ১১ বলে ৩৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার এলবিডব্লিউ ফাঁদে পড়েন। পরের বলে ফ্যাবিয়েন ফিরেয়ে হ্যাটট্রিক চান্স নিয়েছিলেন হাসারাঙ্গাও। যদিও তা সম্ভব হয়নি।
শেষ পর্যন্ত ২৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে দেন জেসন হোল্ডার। ক্রিজে ছিলেন ১৭ বলে ৪ রান করা ব্রাভো।
১৩.১ ওভারে ৪১ বল বাকি থাকতে ৬ উইকেটে ১৩৪ রান তুলে নেয় পোলার্ডের দল। ছয় ছক্কা হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন দলপতি নিজেই।
আগামী ৬ ও ৮ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচে লড়বে দল দুটি।
ওয়াই