নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচেই ৮ উইকেটে হারতে হলো বাংলাদেশকে। মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় তামিম ইকবালের দল। দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ব্ল্যাকক্যাপসরা।
শনিবার ভোরে ডানেডিনে অষ্টম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন তাসকিন রহমান। একেবারে শেষ ট্রেন্ট বোল্টের বলে আউট হন। মাঠ ত্যাগের আগে ৩২ বলে ১০ রান করেন তিনি।
৪ ওভার বল করে ২৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ডান-হাতি এই পেসার।
আরও পড়ুন...
তামিমের মুখে অভিষিক্ত মেহেদীর প্রশংসা
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তাসকিন। তা মতে ব্যাটসম্যানরা রান করতে না পারায় লড়াই করতে ব্যর্থ হয়েছেন বোলাররা।
‘আমরা ভালো শুরু করতে পারিনি। আমরা যদি ২৬০/২৭০ করতে পারতাম তাহলে হয়তো ভালো কিছু হতো। ১৩২ রান নিয়ে কিছুই করা সম্ভব হয়নি। আরও কিছু রান থাকলে বল হাতে আক্রমণ চালাতে পারতাম। প্রস্তুতি নিয়েই নিউজিল্যান্ড এসেছিলাম। কোয়ারেন্টিনের পর আমাদের বেশ ভালোই প্রস্তুতি ছিল। এত কম রানে প্রতিযোগিতা করা সম্ভব হয়নি।’
আগামী ২৩ মার্চ দ্বিতীয় ও ২৬ মার্চ সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তার আগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাসকিনের কণ্ঠে।
‘আরও দুটি ম্যাচ বাকি আছে। আমরা ভালো করতে চাই। নিউজিল্যান্ডে খেলতে আমাদের সমস্যা হয়। এর আগে কখনও ম্যাচ জিততে পারিনি। আগামী ম্যাচে সেরাটা দিতে প্রস্তুত আমরা।’
এদিন মাত্র ১৯ বলে ৩৮ রান করা মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন তাসকিন। উইকেট রক্ষক মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন এই ওপেনার।
তাসকিন বলেন, ‘নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। বিশেষ করে ঘরের মাঠে তারা যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে খেলা অনেক কঠিন। আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। আমদের ব্যাট-বল দুই ক্ষেত্রেই সেরাটা দিতে হবে।’
আরও পড়ুন...
জন্মদিনে অধিনায়ক তামিমের বড় হার
ওয়াই