ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শচিনের সুস্থতা কামনা করে যা বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৪ এপ্রিল ২০২১ , ১১:২৩ এএম


loading/img
শচিন টেন্ডুলকার ও শহীদ আফ্রিদি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্রিকেট বিশ্বের সব বড় নামগুলো শচিন টেন্ডুলকারের আরোগ্য কামনা করছেন। এই মিছিলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

বিজ্ঞাপন

গেল সপ্তাহে করোনা আক্রান্ত হন ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ খ্যাত শচিন। এরপর শুক্রবারই হাসপাতালেও ভর্তি হতে হয় দ্য মাস্টার ব্লাস্টার খ্যাত এই ব্যাটসম্যানকে। 
টুইটারে নিজেই বিষয়টি জানানোর পর কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনায় পোস্ট করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

আফ্রিদি বলেন, ‘দ্রুত সুস্থতা কামনা করছি কিংবদন্তি। আমরা নিশ্চিত আপনি দ্রুত ফিরবেন। আশা করি কম সময়ের মধ্যে হাসপাতাল থেকে মুক্তি পাবেন আপনি।’

বিজ্ঞাপন

গেল বছর করোনার প্রকোপ শুরু হলে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে মানুষের কল্যাণে কাজ করতে দেখা যায় বুমবুম খ্যাত আফ্রিদিকে। ২০২০ সালের জুনে আফ্রিদি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এদিকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিলেও শচিনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এমনটাই জানিয়েছেন তার ছোটবেলার বন্ধু অতুল রানাডে। তিনি জানিয়েছেন যে দুর্ভাবনার কোনও কারণ নেই। সাবধানতা অবলম্বন করার জন্যই মাস্টার ব্লাস্টারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |