করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আলোচনায় আসে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের নাম। এবার স্বদেশীর পথে পা বাড়ালেন ব্রেট লি। কিংবদন্তি পেসার দেশটিতে করোনা বিরোধী লড়াইয়ে অনুদান দিলেন।
মঙ্গলবার ক্রিপ্টো রিলিফ ফান্ডে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে এক বিটকয়েন তথা ৪১ লাখ রুপি দান করলেন লি।
মঙ্গলবার টুইটারে এই ইস্যুতে একটি পোস্ট করেছেন ৪৪ বছর বয়সী ব্রেট লি। যেখানে তিনি নিজের অনুদানের বিষয়টি জানিয়েছেন।
আইপিএলে বেশ কয়েকটি আসরে খেলেছেন ডান-হাতি এই পেসার। বলিউড তারকাদের সঙ্গে সম্পৃক্তা রয়েছে তার।
সাবেক এই স্পিড স্টার বলেন, ‘ভারত আমার দ্বিতীয় ঘরের মতো। খেলা চলাকালীন এবং অবসরের পরও দেশটি থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই দেশটির নাগরিকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই অর্থ মহামারীর ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশটির হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে কাজে আসবে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলমান আইপিএলে খেলা প্যাট কামিন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে ৩৮ লাখ রুপি দান করেন। তা দেখে কামিন্সকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলা ব্রেট লি।
ওয়াই