ওয়ানডে বিশ্বমঞ্চে রূপকথার গল্প রচনা করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসে ভর করেই মূলত ফাইনালের লড়াইয়ে উঠেছে অজিরা। তার এক পায়ে দাঁড়ানো ইনিংসের ব্যাখ্যা করার মতো কোনো ব্যাকরণ নেই।
সাবেক থেকে বর্তমান ক্রিকেটার, ক্রীড়া বিশ্লেষক সবার কাছেই এটি সাদা বলের ক্রিকেটে ‘সর্বকালের সেরা ইনিংস’। অতিমানবীয় পারফরম্যান্সের কারণে প্রশংসার বন্যায় ভাসছেন অজি এই অলরাউন্ডার।
গ্যালারিতে উপস্থিত ভক্ত-সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন ম্যাক্সওয়েল। আর এমন বিধ্বংসী ইনিংসের অন্যতম সারথি সতীর্থ প্যাট কামিন্সেরও প্রশংসা করেছেন ৩৫ বছর বয়সী এ ব্যাটার।
অজিদের অবিশ্বাস্য জয়ের দিনে অষ্টম উইকেট জুটিতে কামিন্সের সঙ্গে ২০২ রান যোগ করেন ম্যাক্সওয়েল। এরমধ্যে অজি অধিনায়কের অবদান মোটের ওপর ১২ রান। তবে বেশ ধৈর্যশীল ছিলেন কামিন্স। ৬৮ বল মোকাবিলায় ১২ রান করলেও ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংসের গল্পের লুকায়িত চরিত্র তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অজি অলরাউন্ডার লেখেন, আমাকে উষ্ণ অভ্যর্থনার মেসেজ পাঠানোর জন্য আপনাদের ধন্যবাদ। আর প্যাট কামিন্স অবিশ্বাস্য ছিলেন।
এদিকে ২০ বাউন্ডারি আর ১০ ওভার বাউন্ডারির মারকাটারি ইনিংস খেলার পরে পিতার দায়িত্বে মনযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যাক্সওয়েল। কেননা, বিশ্বমঞ্চে পাড়ি জমানোর কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রামনের কোলজুড়ে পৃথিবীতে এসেছে পুত্র সন্তান লোগান মাভেরিক ম্যাক্সওয়েল।
অজি অলরাউন্ডারের ভাষায়, পিতার দায়িত্ব ফিরে যাওয়ার সময় হয়েছে।