ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ইউরোপা লিগে হারের পর মরিনহোর ভবিষ্যত নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ০৫:৪৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইউরোপা লিগের শিরোপা নির্ধারণী ফাইনালে সেভিয়ার সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে এএস রোমার। এর ফলে দলটির কোচ হিসেবে অভিজ্ঞ হোসে মরিনহোর ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গণমাধ্যমে বিষয়টি স্বীকারও করেছেন মরিনহো।

বিজ্ঞাপন

উত্তেজনাপূর্ণ লড়াইয়ে টাইব্রেকারে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয়েছে। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় টাইব্রেকারে ৪-১ ব্যবধানে রোমাকে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ দলটি।

এ পরাজয় ৬০ বছর বয়সী এ কোচের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। কারণ, আগের পাঁচ ইউরোপিয়ান ফাইনালেই শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। এর মধ্যে গত বছরের প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য উয়েফা কনফারেনস লিগের শিরোপাও রয়েছে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মরিনহো জানান, প্রতিবার ক্লাবের হয়ে লড়াই করতে করতে কোচ হিসেবে আমি সত্যিই এখন বেশ পরিশ্রান্ত। এই মুহূর্তে ভবিষ্যতের বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়।

মৌসুমের শেষে ছুটিতে যেতে চান বলেও জানান মরিনহো।

এদিকে সিরি-এ লিগে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে রোমা। আর একটিমাত্র ম্যাচই হাতে রয়েছে।

বিজ্ঞাপন

পর্তুগিজ এই কোচের ভাষ্য, ফাইনালে রেফারির অনেক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। আমাদের থেকে প্রতিভাবান একটি দলের বিপক্ষে খেলতে নেমে এমনিতেই সবাই চাপে ছিল। আমরা ম্যাচটি হেরেছি ঠিকই, কিন্তু কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারিনি। আজ যেভাবে আমি ঘরে ফিরছি, এর আগে কখনই এতটা হতাশ হইনি।

তিনি আরও যোগ করেন, পেনাল্টি নিয়ে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু এরপরও দুটি মিস করেছি। সেভিয়াকে অভিনন্দন। কিন্তু আমার খেলোয়াড়দেরও অভিনন্দন জানাতে চাই। ছেলেরা শান্তি নিয়েই ঘরে ফিরবে, আশা করছি। যা কিছু করার ছিল, তারা সেটা করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |