ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দুর্নীতির দায়ে বড় অংকের জরিমানা দিলেন আকমল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মে ২০২১ , ১২:২১ পিএম


loading/img
উমর আকমল

পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৪.৫ মিলিয়ন রুপি জরিমানা দিয়েছেন। তাতেও ক্রিকেটে ফেরা হচ্ছে না  এখনই, এখন যোগ দিতে হবে আইসিসির দুর্নীতি বিরোধী পুনর্বাসন কেন্দ্রে।

বিজ্ঞাপন

২০২০ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুইবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরসঙ্গে ৪.৫ মিলিয়ন রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা) আর্থিক জরিমানা করে।

কদিন আগে উমর আকমলের বড় ভাই কামরান আকমল ছোট ভাইকে ক্রিকেটে ফেরাতে জরিমানার টাকা নিজে পরিশোধ করবেন বলেও জানান।

বিজ্ঞাপন

জরিমানা দেয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, “ক্রিকেটে ফিরতে কিছুটা সময় লাগবে উমর আকমলের। তার আগে আকে আইসিসির দুর্নীতি বিরোধী কমিশনের কয়েকটি পুনর্বাসন প্রোগ্রামে অংশ নিতে হবে। জুনে আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগের কাজে ব্যস্ত থাকবে পিসিবির দুর্নীতি দমন ইউনিট। তাই উমরের ফেরাতে আরেকটু সময় লেগে যাবে।”

এর আগে কিস্তিতে জরিমানা শোধ করার কথা বললেও সেটিতে রাজি হননি ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

উমর আকমল সর্বশেষ পাকিস্তানের হয়ে ২০১৯ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন। এরপর থেকে খেলতে পারেননি তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১২১ ওয়ানডেতে ৩ হাজার ১৯৪ রান করেছেন। রয়েছেন দুটি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরি। এছাড়া ১৬ টেস্টে রয়েছে ১ হাজার ৩ রান। আছে একটি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |