ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দল থেকে বাদ পড়ে ক্ষিপ্ত রিজওয়ান 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৮:৩১ পিএম


loading/img
ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তাকে বিশ্রাম দেওয়ার কথা বলা হলেও দল থেকে রিজওয়ানের বাদ পড়ার বিষয়টি পাকিস্তানের ক্রিকেট ভক্তরা উড়িয়ে দিচ্ছেন না।শুধু তার ভক্তরাই নন বিষয়টি নিয়ে ক্ষিপ্ত রিজওয়ান নিজেও। তাই পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই উইকেটরক্ষক ডানহাতি ব্যাটসম্যান।     

বিজ্ঞাপন

আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির সঙ্গে দেখা করার কথা রিজওয়ান এবং বাবর আজমের। দেখা করে অধিনায়ক হিসাবে আরও বেশি ক্ষমতা দেওয়ার দাবি করতে পারেন রিজওয়ান। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরি‌জ থেকে তাকে বাদ দেওয়া এবং দল নির্বাচনেও রিজওয়ানের কাছ থেকে কোনও মতামত নেওয়া হয়নি। 

রিজওয়ানের এক ঘনিষ্ঠ সূত্র ‘টেলিকম এশিয়া স্পোর্টস’কে বলেছেন, “দ্রুত পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা রিজওয়ানের। কেন ওকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছিল তা জানতে চাইবে।”  

বিজ্ঞাপন

শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে রিজওয়ান আরও ক্ষমতা চাইছেন। দল নির্বাচন নিয়েও কোচের সঙ্গে তার একাধিক বার মতানৈক্য হয়। ওই সূত্রের দাবি, “ম্যাচের প্রথম একাদশ নির্বাচন করার ক্ষেত্রে আরও অধিকার দাবি করতে পারে রিজওয়ান। যদি সেটা না দেওয়া হয় তা হলে অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনাও রয়েছে রিজওয়ানের।”  

 

আরও পড়ুন

পাকিস্তানের বর্তমান কোচ আকিব জাভেদের বদলি হিসেবে বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। কোচের তালিকায় পাকিস্তানের বেশ কিছু সাবেক ক্রিকেটারও রয়েছেন। পাকিস্তান সুপার লিগের কারণে বর্তমানে পাকিস্তান দলের এখন কোনো ম্যাচ নেই। তাই কোচ নিয়োগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে অনেক সময় রয়েছে।  
 
আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |