‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল পূর্ণ করেছেন টি-টোয়েন্টির ১৪ হাজার রান (১৪,০৩৮*), ৩৭.৬৩ গড়ে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলে ছুঁয়েছেন এই মাইলফলক।
টি-টোয়েন্টিতে গেইলের ১৪ হাজার রানের মাইলফলক ছুঁতে লেগেছে ৪৩১টি ম্যাচ (৪২৩ ইনিংস)। রয়েছে ২২টি সেঞ্চুরি আর ৮৭টি হাফ-সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজি লিগে চষে বেড়ানো গেইল এখন পর্যন্ত ১ হাজার ৮৩টি বাউন্ডারি আর ১ হাজার ২৮টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।
গেইলের পরে রয়েছেন স্বদেশী কাইরন পোলার্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৪৫ ম্যাচে (৪৮৪ ইনিংস) ১০ হাজার ৮৩৬ রান রয়েছে তার।
তিন নমরে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৪২৫ ম্যাচে (৩৯৭) ৩৭.০৩ গড়ে মালিক করেছেন ১০ হাজার ৭৪১ রান। চার নম্বরে থাকা অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রয়েছে ৩০৪ ম্যাচে (৩০৩ ইনিংস) রয়েছে ৩৭.৭৯ গরে ১০ হাজার ১৭ রান।
পাঁচ নম্বরে থাকা ভারতের বিরাট কোহলির রয়েছে ৩১০ ম্যাচে (২৯৫ ইনিংস) রয়েছে ৪১.৮৬ গড়ে ৯ হাজার ৯২২ রান।
এমআর/