ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

তৃতীয় টেস্টে অনিশ্চিত উড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ আগস্ট ২০২১ , ০২:৪৫ পিএম


loading/img
চোটে পড়েছেন মার্ক উড

দলের নিয়মিত ক্রিকেটারদের না পাওয়ার তালিকায় এবার যুক্ত হচ্ছেন মার্ক উড। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এই তালিকায় এরইমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড, জফ্রা আর্চার, ক্রিস ওকস এবং বেন স্টোকস।

বিজ্ঞাপন

হেডিংলিতে তৃতীয় টেস্টে অনিশ্চিত পেসার মার্ক উড। ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করেছেন লর্ডস টেস্ট চলাকালীন চতুর্থ দিনের শেষ সেশনে ডান কাঁধে চোট পান মার্ক।

তাই পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে উডকে না পাওয়ার সম্ভাবনা বেশি। অথচ মার্ক উড দলে জায়গা পেয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বদলে। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে নেন দুই উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমে সিলভারউড জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উড তবে না খেলার সম্ভাবনাই বেশি।

“উডকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। দ্রুত আমরা তার অবস্থা সম্পর্কে জানাতে পারব আশা করি। বাকিটা তার উপর নির্ভর করবে। সে যদি বলে খেলতে পারবে তাহলে বাধা নেই।”

পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টেস্ট ড্র, দ্বিতীয় টেস্ট হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পরেছে ইংল্যান্ড। সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে আগামী ২৫ অগাস্ট হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |