দলের নিয়মিত ক্রিকেটারদের না পাওয়ার তালিকায় এবার যুক্ত হচ্ছেন মার্ক উড। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এই তালিকায় এরইমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড, জফ্রা আর্চার, ক্রিস ওকস এবং বেন স্টোকস।
হেডিংলিতে তৃতীয় টেস্টে অনিশ্চিত পেসার মার্ক উড। ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড নিশ্চিত করেছেন লর্ডস টেস্ট চলাকালীন চতুর্থ দিনের শেষ সেশনে ডান কাঁধে চোট পান মার্ক।
তাই পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে উডকে না পাওয়ার সম্ভাবনা বেশি। অথচ মার্ক উড দলে জায়গা পেয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বদলে। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে নেন দুই উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন তিন উইকেট।
সংবাদ মাধ্যমে সিলভারউড জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন উড তবে না খেলার সম্ভাবনাই বেশি।
“উডকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। দ্রুত আমরা তার অবস্থা সম্পর্কে জানাতে পারব আশা করি। বাকিটা তার উপর নির্ভর করবে। সে যদি বলে খেলতে পারবে তাহলে বাধা নেই।”
পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টেস্ট ড্র, দ্বিতীয় টেস্ট হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পরেছে ইংল্যান্ড। সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে আগামী ২৫ অগাস্ট হেডিংলিতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।
এমআর/