ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

গুরুত্বহীন ম্যাচে টস হারল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ০৭:৩২ পিএম


loading/img

বুধবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ১ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। একই সঙ্গে ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কারও।

বিজ্ঞাপন

পাকিস্তানের এই জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও আফগানিস্তান। তাই সুপার ফোরে আজ আফগানিস্তান ভারতের ম্যাচটা হয়ে পড়েছে গুরুত্বহীন। তাই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন বিশ্রামে, নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই মাঠে চলতি এশিয়া কাপে গত ম্যাচগুলোতে আগে রানা তাড়া করা দলের পক্ষেই যায় ফলাফল।

বিজ্ঞাপন

চলতি আসরে দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারায়। তবে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার পর পাকিস্তানের কাছে হারলেও লড়াই করেছিল দারুণভাবে।

অন্যদিকে গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে সুপার ফোরে এসে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ফাইনালের আগে।

ভারত: কেএল রাহুল (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), দীপক হুডা, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।

বিজ্ঞাপন

আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |