ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চমক ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ০৬:৫৫ পিএম


loading/img
ছবি- আইসিসি

আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনেকটা চমকহীন একটা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটে। চোটে পড়ায় দলে রাখা হয়নি অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

বিজ্ঞাপন

এ ছাড়া দলে জায়গা হয়েছে রবীচন্দ্রন অশ্বিনকে। পেসার মোহাম্মদ শামিকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলা দীপক হুডাকে রাখা হয়েছে দলে। ছিটকে পড়া জাদেজার পরিবর্তে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের।

বিশ্বকাপে গ্রুপ-২ এ থাকা ভারত আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন।

বিজ্ঞাপন

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সাল প্যাটেল ও অর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই : মোহাম্মদ সামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |