ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মানের রেকর্ডের রাতে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১ , ০৯:৩০ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে লিভারপুল। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ সেপ্টেম্বর) অ্যানফিল্ডে খেলার শুরু থেকেই আধিপত্য প্রতিষ্ঠা করে অলরেডরা। ৪৩ মিনিটে রেড জার্সিতে হয়ে সাদিও মানের শততম গোলে লিড নেয় লিভারপুল। 

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় ওয়ান্ডার বয় মোহাম্মদ সালাহ। আর ৮৯ মনিটি ক্রিস্টালের কফিনে শেষ পেরেক এঁটে দেন নাবী কেইটা। 

বিজ্ঞাপন

অন্যম্যাচে সাউদাম্পটনের কাছে আটকে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গোল শূন্য ড্র হয়েছে ম্যাচটি। 

ইতিহাদ স্টেডিয়ামে বলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও সাউদাম্পটনের জমাট রক্ষণ কৌশলে আটকে যায় সিটিজেনদের সব আক্রমণ। 

এদিকে রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ম্যানচস্টোর ইউনাইটেড। আর সাড়ে নয়টায় টটেনহ্যামের বিপক্ষে লড়বে চেলসি।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ১০ পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট তুলে তৃতীয় স্থানে ম্যনাচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |