ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

নেপাল ঘুরে আবারও ভারতের ক্রিকেটে হোয়াটমোর

স্পোর্টস ডেসজম আরটিভি নিউজ

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ , ০১:৩৮ পিএম


loading/img
ডেভ হোয়াটমোর

বাংলাদেশ ক্রিকেটের উত্থানের নায়ক ছিলেন ডেভ হোয়াটমোর। জন্ম অস্ট্রেলিয়ায় হলেও পেশার খাতিরে এশিয়াতেই পার করেছেন জীবনের অনেকটা সময়। কদিন আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন নেপাল জাতীয় দলের প্রধান কোচের।

বিজ্ঞাপন

নেপাল ছেড়ে আবারও ডেভ হোয়াটমোর ফিরছেন ভারতীয় ক্রিকেটে। আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজ্য দল বারোদা।

হোয়াটমোরকে নিয়োগ দেয়ার বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেন বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লিলে।

বিজ্ঞাপন

“ডেভ হোয়াটমোর বারোদা'র প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। তিনি অন্যান্য কোচ ও বয়স ভিত্তিক দলকেও নির্দেশনা দেবেন।"

অজিত নিলে আরও বলেন, ডেভ হোয়াটমোরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে এবং তিনি দায়িত্বে যোগ দিয়েছেন।

২০২০ সালের এপ্রিলে বারোদার ক্রিকেট পরিচালক করলেও ডিসেম্বরে নেপালের প্রধান কোচের দায়িত্ব পেয়ে চলে যান ডেভ।

বিজ্ঞাপন

কোচিং পেশায় বেশ অভিজ্ঞ হোয়াটমোর বেশ পরিচিত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। তার অধীনেই ১৯৯৬ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। চার বছর মেয়াদের ২০০৩ থেকে ছিলেন বাংলাদেশ দলের কোচ। তার হাত ধরেই মাশরাফী বিন মোর্তজা, সৈয়দ রাসেলদের উঠে আসা। বাংলাদেশের পর পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপালেরও কোচ ছিলেন তিনি।

তবে অনেক দিন ধরেই ভারতের রাজ্য ক্রিকেটে কাজ করছেন ডেভ। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন। এই সময়ে কেরালা দল প্রথমবারের মত রঞ্জি ট্রফির সেমি-ফাইনাল খেলে। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন তিনি।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |