৩৪৯ রান করে টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড বারোদার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০২:৩৮ পিএম


বারোদা
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টিতে রান বন্যা দেখার জন্যই অনেক দর্শক মাঠের গ্যালারিকে অলঙ্কৃত করেন। এবার রান বন্যার নতুন রেকর্ড লিখেছে ২০ ওভারে ৩৪৯। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বারোদার ম্যাচে দেখা গেল এই নতুন রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এটি। 

বিজ্ঞাপন

এর আগে ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান। যেটা টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ ছিল। পরে জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছিল ৩৪৪ রান। যেটা টি-টোয়েন্টির যে কোনো পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। 

সিকিমের বিরুদ্ধে দলটি ব্যাটিংয়ে নেমে আরও কিছু রেকর্ড গড়েছে বারোদা। শ্বাশত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ওপেনিং জুটিতে  ৫ ওভারেই তোলেন ৯২ রান। বারোদা দলীয় স্কোর কার্ডে শতরান ছুঁয়ে নেয় পাওয়ার প্লের আগেই। 

বিজ্ঞাপন

এরপর বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনে নামা ভানু পানিয়া। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৪২ বলেই করেন সেঞ্চুরি। আর ৫১ বলে ১৩৪ রান নিয়ে ইনিংস শেষে অপরাজিত থাকেন তিনি। ভানুর এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়েছে বারোদা। মাত্র ১০.৩ ওভারেই দুইশ কোটা পূর্ণ করে দলটি। 

১৮তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়। 

বিজ্ঞাপন

এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটা রেকর্ড গড়েছে বারোদা। পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে ৩৭ ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে হাঁকিয়েছিল ২৭ ছক্কা। বারোদার ইনিংস ছাপিয়ে গেছে তাদেরও।  

আরটিভ/এমএম/সআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission