ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আমেরিকায় উমর আকমল, ভক্তের অনুরোধ দেশে না ফেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ অক্টোবর ২০২১ , ০৫:৩৮ পিএম


loading/img
উমর আকমল

পাকিস্তান ক্রিকেটের বিতর্কিত এক নাম উমর আকমল। তবে পাকিস্তান ক্রিকেটের অন্যতম প্রতিভার নামও এই উমর আকমল। দলের আরেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলের ছোট ভাই।

বিজ্ঞাপন

কিন্তু নানান কারণে খবরের শিরোনাম হওয়া উমর আকমল শেষ পর্যন্ত তথ্য গোপন করার অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিন বছরের জন্য।

পরে অবশ্য শাস্তির মেয়াদ কমে আসলেও ক্রিকেটে ফেরা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এরই মধ্যে দেশটির অনেক ক্রিকেটার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকার হয়ে ক্রিকেট খেলতে নাম লিখিয়েছেন সেদেশের বিভিন্ন ক্লাবে।

বিজ্ঞাপন

উমরও আকমল শুক্রবার সকালে হঠাত টুইটে জানান, ব্যক্তিগত কাজে আমেরিকা যাচ্ছেন।

“ব্যক্তিগত কাজে আমি কিছু দিনের জন্য আমেরিকা যাচ্ছি। আমি আমার সমর্থকদের কাছে দোয়া চাই, অবশ্য তারা আমার সাথেই আছে সব সময়।”

উমরের এমন টুইটের পর অনেকে তাকে নিয়ে মজা করতে থাকেন টুইটারে। একের পর এক রিটুইট হতে থাকে উমর আকমলের করা টুইট।

বিজ্ঞাপন

উসমান আতা নামে একজন লেখেন, তুমি যাও, শুভ কামনা। আমরা তোমার অতীতের সঙ্গে আছি। এছাড়া বেশিভাগেরই মন্তব্য, দেশে যাতে না ফেরেন উমর আকমল।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |