সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে লাল-সবুজদের। অন্যদিকে নিজের প্রথম ম্যাচ জয়ের বিকল্প ভাবছে না ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই টানটান উত্তেজনা। হোক ক্রিকেট কিংবা ফুটবল। এ দুই দলের ম্যাচ নিয়ে থাকে আলাদা রোমাঞ্চ। পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে জয়ে এগিয়ে ভারত। ফিফা র্যাংকিংয়ে ভারতের চেয়ে ৮৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তবে ঢাকায় ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
চলতি আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছে জামাল ভূঁইয়ারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য কঠোর অনুশীলন করছে লাল-সবুজরা। জয় যে এত সহজ হবে না তা ভালো করেই জানে বাংলাদেশ। তবে দীর্ঘদিন বড় দলের বিপক্ষে ভারতীয়দের জয় না থাকাটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন। ২০১৯ সালের পর নেপাল ও বাংলাদেশ ছাড়া জয় পায়নি সুনীল ছেত্রীর দল।
‘আপনি যদি চান যে আমি ভারতের কথা বলি, তবে আমি শুধু বলব তারা গত দুই বছরে মাত্র দুটি ম্যাচ জিতেছে।’ বলেন ব্রুজন।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারলেও জ্বর থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম।
এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করতে চায় ভারত।
অধিনায়ক সুনীল ছেত্রীর ভাষায়, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা শক্তিশালী। আমার কাছে প্রতিটি ম্যাচই যুদ্ধের মতো। তাই লড়াইটা শেষ অবধি চালিয়ে যেতে হবে। শতভাগ উজাড় করে দিতে হবে বাংলাদেশের বিপক্ষে। কোনো ম্যাচই সহজ না।’
তবে শেষ হাসি কারা হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলও।
ওয়াই/টিআই