ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

স্কটল্যান্ডের বিপক্ষে আফগানদের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯:৪২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশ বোলারদের শাসন করেছে আফগান ব্যাটাররা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

সোমবার (২৫ অক্টোবর) শারজাহতে ৫৪ রানের ওপেনিং জুটি গড়েন হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ।

শাহজাদ ১৫ বলে ২২ ও জাজাই ৩০ বলে ৪৪ রান করেন।

বিজ্ঞাপন

৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রহমানুল্লাহ গুরবাজ। অন্যদিকে ৩৪ বলে ৫৯ রান তুলেন নজিবুল্লাহ জাদরান। ৪ বলে ১১ রান করে অপারিত ছিলেন মোহাম্মদ নবি।

স্কটল্যান্ডের হয়ে সফিয়ান শরিফ দুটি উইকেট তুলেছেন। মার্ক ওয়াট ও জোস ডেভি একটি করে উইকেট শিকার করেন।

স্কটল্যান্ড একাদশ

বিজ্ঞাপন

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), জর্জ মুনসি, কালাম ম্যাকলেয়ড, রিচার্ড বেরিংটন, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট,  সফিয়ান শরিফ, জোস ডেভি ও ব্র্যাড হোয়েল।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ,  আসগর আফগান,  মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নায়েব, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, নবিন উল হক ।

ওয়াই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |