ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অক্ষয়-নেহালকে হত্যার হুমকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২৯ মে ২০১৭ , ০৭:৫৭ পিএম


loading/img

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহালকে হত্যার হুমকি দিয়েছে মাওবাদীরা।

বিজ্ঞাপন

গেলো ১৬ মার্চ ভারতের ছত্তিশগড়ের দক্ষিণ সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ পুলিশ সদস্য নিহত হন। সেসব পুলিশের পরিবার ও ছেলেমেয়েদের সহায়তা করার জন্য তাদের এ হুমকি দেয় চরমপন্থি গোষ্ঠীটি।

দক্ষিণ সুকমা অঞ্চলের মাওবাদী প্রধানের সই করা প্রচারপত্রে অক্ষয় ও নেহালকে এ হুমকি দেয়া হয়েছে। একইসঙ্গে এমন ন্যাক্কারজনকভাবে মারা যাওয়াদের পরিবারকে সহায়তা না করে বিপ্লব ও দরিদ্রদের সহায়তা করার জন্য তারকাদের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রচারপত্রে বলা হয়েছে, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সহায়তা করার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বিপ্লব ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়া ব্যক্তিত্ব ও তারকাদের আহ্বান জানাচ্ছি। এমন পুলিশ সদস্যদের পরিবারকে সহায়তা করা স্বৈরাচারী ও মানবাধিকার লঙ্ঘন।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |