ওয়ানডে ফরম্যাটে প্রথমবার দেখা দু’দলের। বিশ্বকাপের মঞ্চে দু’দলের প্রথম দেখায় অনেকটা সমান সমান লড়ছে। বৃষ্টি বিঘ্নিত ৪৩ ওভারের ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১৩৫ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ভালোই বিপাকে পড়েছে অজিরা। সালমা খাতুনের ঘুর্ণি সামলাতে গিয়েই দিশেহারা অবস্থা বিশ্ব চ্যাম্পিয়নদের। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ২২ রানের মাথায় সালমা’র বল উড়িয়ে মারতে গিয়ে জাহানারার হাতে ক্যাচ দেন অ্যালেসা হ্যালি (১৫)।
এরপর দলীয় ২৩ রানের মাথায় অধিনায়ক মেগ লানিংকেও ৭ রানের মাথায় সাজঘরে ফেরান সালমা। ২৬ রানের মাথায় আবারও সালমার আঘাত। ওপেনার রাচিল হ্যানিসকে ৭ রানে ফেরান।
টপ অর্ডার হারিয়ে বিপাকে পড়া অজিদের চতুর্থ উইকেট তুলে নেন নাহিদা আকতার। তাজিলা ম্যাকগ্রাথকে ৩ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করেন। এরপর অ্যাশলে গার্ডনারকে বোল্ড করে ১৩ রানে ফিরিয়ে আরও চাপে ফেলেন রুমানা আহমেদ।
১৮ ওভারে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের হাল ধরেছেন বেথ মানি ও আনাবেল সাদারল্যান্ড। মানি অপরাজিত রয়েছেন ৩৫ রানে।