চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন জাকির হাসান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজের দ্বিতীয় শতকে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের এই ব্যাটার।
বিকেএসপির ৪ গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে ঝড়ো শতক হাঁকান জাকির। সিটি ক্লাবের দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জাকিরের ৯৯ বলে ১৫ চার ও ৩ ছয়ে করা ১২৪ রানে ৯ ওভার হাতে রেখে জয় পায় রূপগঞ্জ টাইগার্স। চলতি ডিপিএলে জাকিরের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে আবাহনীর বিপক্ষে ১১৭ রানের ইনিংস খেলে দলকে জেতান জাকির। যা তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক ছিল।
ডিপিএলে অপর ম্যাচেও ৬৩ রান করেন জাকির। এছাড়াও চলতি মৌসুমে ইতোমধ্যে ছয়টি সেঞ্চুরি হয়ে গেছে জাকিরের। গত জাতীয় লিগে একটি, পরে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বশেষ বিসিএলে তিনটি সেঞ্চুরি করেন জাকির।
জাকির ছাড়াও রূপগঞ্জের হয়ে তিনে নামা ভারতীয় রিক্রুট অপরাজিত বাবা ৬৯ রান করেন।
এদিকে টসে হেরে আগে ব্যাট করতে নামা সিটি ক্লাব ৮ উইকেটে ২৬১ রানের স্কোর পায় আরেক জাকিরের সেঞ্চুরিতে। সিটি ক্লাবের হয়ে জাকিরুল আহমেদ জেম করেন ১১৪ রান। সিটি ক্লাবের হয়ে জাকিরুল ছাড়া আশিক উল আলম নাঈম করেন ৪৯ রান। রূপগঞ্জ টাইগার্সের হয়ে শফিকুল, আরিফুল হক ও মুকিদুল মুগ্ধ ২টি করে উইকেট শিকার করেন।
এই জয়ে রূপগঞ্জ টাইগার্স ৩ ম্যাচে ২ জয় নিয়ে আছে পাঁচ নাম্বারে। লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে পাঁচে আছে দলটি।