ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টাকা না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৬:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চেক বাউন্স ও পারিশ্রমিক বিতর্কের ঘটনায় সবশেষ বিপিএলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। তাই ডিপিএলের দল বদলের সময় পারিশ্রমিক নিয়ে যেন বিতর্ক না হয় সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছিল মিথুন-সোহানরা। তবে সেই বিতর্ক এড়াতে পারেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা। 

কিন্তু বিসিবির প্রধান নির্বাহীকে না পেয়ে সেই চিঠি বোর্ড পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে জমা দিতে যান ক্রিকেটাররা। এরপর সেখান থেকে সিইওর অফিসে জমা দিয়ে আসেন তারা।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকেই পারটেক্সের ক্রিকেটারদের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। মাত্র ৩-৪ জনকে দেখা যায় জার্সি গায়ে অনুশীলন করতে। বাকি সবাই জিমে দুপুর পর্যন্ত অপেক্ষা করছিলেন পারিশ্রমিকের আশ্বাসের আশায়। 

আরও পড়ুন

দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় বিসিবিতে যান খেলোয়াড়েরা। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখও। ক্রিকেটারদের অভিযোগ, চলতি মৌসুমে তুলনামূলক কম পারিশ্রমিকে পারটেক্স স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হলেও সেটার পুরো অর্থ এখনও বুঝে পাননি তারা। 

এ বিষয়ে পারটেক্স দলের কর্মকর্তা সাজ্জাদের ভাষ্য, অনুশীলন বর্জন কিছু হয়নি এমন। গরমের কারণে অনুশীলন করেনি, জিম করেছে। কাল তারা মাঠে নামবে কোনো সমস্যা নেই। টাকা পয়সার যে বিষয়টি আমরা তো ভালো করতে পারেনি। তাদের ৬০% পেমেন্ট পরিশোধ করা হয়েছে। বাকিটাও দ্রুত করা হবে। এটা নিয়ে তারা হয়তো ভাবছে, তবে এটা ক্লিয়ার হয়ে যাবে।

বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা সামনে আসলো। বিষয়টি নিয়ে বিসিবি কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |