তানজিম সাকিবের বোলিং তোপের পর ভারতীয় রিক্রুট হনুমা বিহারির দারুণ শতকে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সহজ জয় পেয়েছে আবাহনী। এ নিয়ে টানা তিন জয় পেল আবাহনী। অপরদিকে পঞ্চম হার দেখলো ব্রাদার্স ইউনিয়ন।
সাভারের বিকেএসপি মাঠে টসে জিতে ব্রাদার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। সাকিবের বোলিং তোপে ৪৮ ওভার ৩ বলে ২১৯ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। জবাবে বিহারির সেঞ্চুরিতে ৬৭ বল হাতে রেখে জয় পায় আবাহনী।
আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স মিনহাজুল আবেদিন সাব্বিরের ৫১, চতুরঙ্গা ডি সিলভার ৩৩ ও শামসুল ইসলামের ২৫ রানে ভর করে ২১৯ রান তোলে। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ আশরাফুল ফেরেন শূন্য রানে। আবাহনীর পক্ষে তানজিম সাকিব ৫৫ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। এটি এই বোলারের ক্যারিয়ারসেরা ফিগার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ে আবাহনীও। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেটে আবাহনী অধিনায়ক মোসাদ্দেককে নিয়ে ১২০ রানের জুটি গড়ে ম্যাচের গতিপথ নিজেদের করে নেন বিহারি। ৬৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৯ রানের ইনিংস খেলে ফেরেন মোসাদ্দেক।
অধিনায়ক ফিরলেও আফিফকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন বিহারি। ভারতীয় এই রিক্রুট ১১ চার ও ১ ছয়ে ১১২ রানের ইনিংস খেলেন। এছাড়াও আফিফ অপরাজিত থাকেন ২৪ রানে। ব্রাদার্সের পক্ষে আবু হায়দার রনি নেন ২ উইকেট।