শ্রীলঙ্কা সফরের শুরুতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। দুর্দান্ত শুরুর পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এসেও শুরুটা হয় জয় দিয়ে। কিন্তু প্রথম ম্যাচের পরই খেই হারিয়ে ফেলে সফরকারীরা।
টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় অজিরা। লঙ্কানরা দ্বিতীয় ম্যাচ ২৬ রানে ও তৃতীয় ম্যাচে জয় পায় ৬ উইকেটে। আজ কলম্বোয় নেমেছে চতুর্থ ম্যাচ খেলতে। আজকের ম্যাচ অজিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।
তার আগে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। চামিরার চোটের কারণে লঙ্কান একাদশে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অজি একাদশেও এসেছে এক পরিবর্তন। জ্যে রিচার্ডসনের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে প্যাট কামিন্সের।
শ্রীলঙ্কা: নিরোশান ডিকওয়েলা (উইকেট-রক্ষক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, জেফরি ভান্ডারসে ও মহেশ থেকসেনা।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, ম্যাট কুম্যান ও জশ হ্যাজেলউড।