ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের ভরাডুবি নিয়ে জবাবদিহি চাইল শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ১০:০৩ এএম


loading/img
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটা মোটেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। একের পর এক চোটে দিশেহারা দলটির মাঠের পারফরম্যান্সও খুবই হতাশাজনক। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

দলের এমন শোচনীয় পারফরম্যান্সে হতাশ শ্রীলঙ্কা ক্রিকেট। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোচিং স্টাফ এবং নির্বাচকদের কাছে জবাবদিহি চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে পারফরম্যান্সের বেহাল দশা সম্পর্কে জবাবদিহি চেয়েছে এসএলসি। 

বিবৃতিটিতে বলা হয়, দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং আশ্চর্যজনক হারের ফলে দলের প্রস্তুতি, কৌশল এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এসএলসি ম্যানেজমেন্ট কখনোই পেশাদার কর্মীদের কাজ, দায়িত্বের ব্যাপারে নাক গলায়নি। তবে এসএলসি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো বিষয়ের ঝামেলা নিয়ে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার নীতিতে বিশ্বাসী।

বিজ্ঞাপন

বিবৃতিতে মূলত চারটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে দলের কৌশল এবং প্রস্তুতি, দল নির্বাচন, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

এদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিশ্বকাপে চোট সমস্যা শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়েছে। চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন দলের অধিনায়ক দাসুন শানাকা। এ ছাড়া দুই পেসার লাহিরু কুমারা এবং মাথিশা পাথিরানাও চোটের কারণে ছিটকে গেছেন।

বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে কেবল দুটি ম্যাচে জিতেছে লঙ্কানরা। এর মধ্যে আবার আফগানিস্তানের কাছেও হেরেছে। সব মিলিয়ে যেন বিশ্বকাপে টালমাটাল এক দল লঙ্কানরা। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দিল্লিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |