ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চতুর্থ বার সাফের প্রেসিডেন্ট হলেন কাজী সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ০২ জুলাই ২০২২ , ০৯:৫৪ পিএম


loading/img

এ নিয়ে টানা চতুর্থ বার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ২০০৯ সালে প্রথমবার সাফের প্রেসিডেন্ট নির্বাচিত হন বাফুফে বস। এরপর থেকে এখন পর্যন্ত এশিয়ান ফুটবলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন দেশের সাবেক এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

আজ শনিবার (২ জুলাই) রাজধানীর একটি ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় সাফের কংগ্রেস। কংগ্রেস শেষে সাফের সভাপতি হিসেবে ঘোষণা করা হয় সালাউদ্দিনের নাম। সংগঠনের সেক্রেটারি হয়েছেন আনোয়ারুল হক হেলাল।

আগে থেকেই নিশ্চিত ছিল কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ বার সাফের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। কেন না সাফের প্রেসিডেন্ট পদের জন্য বাকি ছয় দেশ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এদিন কংগ্রেসে উপস্থিত ছিলেন বাকি দেশগুলোর প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতেই ঘোষণা করা হয় কাজী সালাউদ্দিনের নাম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর সালাউদ্দিনের অধীনে অনুষ্ঠিত হয়েছে ২২টি টুর্নামেন্ট। এর মধ্যে রয়েছে ৬টি সাফ চ্যাম্পিয়নশিপ এবং ৫টি নারী চ্যাম্পিয়নশিপ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |