ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘আইপিএলে নয় তবে দেশের খেলার সময় বিশ্রাম কেন’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ , ০৬:০৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় দেখা গেছে ভারতীয় সিনিয়র কিছু ক্রিকেটার বিশ্রাম নিয়েছেন। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পান্ত।

বিজ্ঞাপন

এরপরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও বিশ্রামে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সেই সিরিজ থেকেও বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিত, বুমরাহ, কোহলির মতো ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

উইন্ডিজ সিরিজ থেকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার এমন সিদ্ধান্তে অখুশি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, যদি আইপিএল খেলার সময় কোনো ক্রিকেটার বিশ্রাম না নিয়ে থাকতে পারে, তবে দেশের খেলার সময় কেন বিশ্রাম নেবে?

সুনীল গাভাস্কারের ভাষ্যে, ‘আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আইপিএল চলাকালীন বিশ্রাম না নেওয়ার পরে, ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইছেন? আমি এই বিষয়টার সঙ্গে একমত নই।

বিজ্ঞাপন

ভারতের হয়ে খেলতে হবে। আপনি আরাম সম্পর্কে কথা বলতে পারেন না। টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। এটি আপনার শরীরকে প্রভাবিত করে না। টেস্ট ম্যাচে মন ও শরীরের ক্লান্তি বেশি থাকত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সমস্যা আছে বলে মনে করি না।’

গাভাস্কার মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এখনই ক্রিকেটারদের এমন বিশ্রাম নেওয়ার বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। বিশ্রাম চাইলে প্রয়োজনে কঠোর ব্যবস্থাও নেওয়া উচিত বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |