ক্রিকেটকে রং দিতে ওয়ানডে বা ৫০ ওভারের ক্রিকেটের আবির্ভাব। লম্বা সময় ধরে রাজত্ব করে আসা ওয়ানডে ক্রিকেট কিছুটা রং হারিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর। এখন তো শুধু টি-টোয়েন্টি নয়, ১০০ বলের ক্রিকেটও চলে এসেছে।
ধুমধাড়াক্কা ক্রিকেটের যুগে একদিনের ক্রিকেটের জৌলুস কমে গিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। এবার যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড় ওয়াসিম আকরাম।
যে কিনা তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সফল হয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। টেস্টে ফরম্যাটে ৪১৪ উইকেট নিলেও ওয়ানডেতে নেন ৫০২টি উইকেট। ওয়ানডের সফলতম এই বোলারের মুখে ওয়ানডে ফরম্যাট না রাখার পক্ষে মত দেওয়াটা অস্বাভাবিক মনে হলেও যুক্তি দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার সময় চলে এসেছে। ইংল্যান্ডে স্টেডিয়াম ভর্তি দর্শক দেখে আপনি বলতেই পারেন জনপ্রিয়তা কমেনি ওয়ানডের। তবে উল্টো চিত্র দেখবেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকায়। অবস্থা এমন যেন, দর্শকদের টেনে এনেও গ্যালারি ভরানো যাচ্ছে না।’
টি-টোয়েন্টির কারণে ওয়ানডে ক্রিকেট আকর্ষণ হারিয়েছে উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাট আমি মনে করি সবার জন্য। প্রথমত এটি সময় বাঁচায়। ওয়ানডের মতো ৬-৭ ঘণ্টার চেয়ে চার ঘণ্টাতে খেলা শেষ।’
বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলো দর্শকদের যেমন টানছে, ক্রিকেটারদেরও আকর্ষণ করছে তুমুল ভাবে। এতে করে ওয়ানডে ক্রিকেট অনেকটা মৃতপ্রায় উল্লেখ করে ওয়াসিম আকরাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন হচ্ছে। যেখানে অনেক টাকাপয়সা। আমি মনে করি এটাই আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি আর টেস্ট ক্রিকেটের কাছে ওয়ানডে ক্রিকেট অনেকটা মৃত। এই ফরম্যাটে খেলে ক্লান্ত হয়ে যাচ্ছে ক্রিকেটাররা। তাই অনেক ক্রিকেটার হয় টেস্ট কিংবা টি-টোয়েন্টির দিকে ঝুঁকছে।’
সম্প্রতি ব্যস্ত সূচির দোহাই দিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অল-রাউন্ডার বেন স্টোকস।
স্টোকসের অবসর ইস্যু টেনে ওয়াসিম আকরাম বলেছেন, ‘স্টোকসের এত দ্রুত ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলাটা দুঃখজনক। তবে আমি তার সিদ্ধান্তের সঙ্গে একমত। শুধু ক্রিকেটাররাই নয়, ওয়ানডে ক্রিকেট ধারাভাষ্যকার পাওয়া নিয়েও টানাটানি চলছে।’