ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পিএসএলকে ‘মিনি আইপিএল’ বললেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ০৫:৩১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোনো তুলনাই চলে না— এমনটা উল্লেখ করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের মন্তব্য, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি হচ্ছে ‘মিনি আইপিএল’র মতো।

বিজ্ঞাপন

২০০৮ সালে মাঠে গড়ায় আইপিএলের উদ্বোধনী আসর। বর্তমানে বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বদলে দিতে বড় ভূমিকা রেখেছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি এই লিগটি। অর্থের লোভে আইপিএল খেলতে অনেক ক্রিকেটারই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান। 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। কিন্তু দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দ্য গ্রিন ম্যানদের আর এই টুর্নামেন্টে দেখা যায়নি। এমনকি মেয়েদের আইপিএলেও খেলেননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।

বিজ্ঞাপন

অন্যদিকে পিএসএল ২০১৬ সালে শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা লিগগুলোর একটিতে রূপ নিয়েছে পিএসএল। বর্তমানে বিশ্বসেরা ক্রিকেটাররা এই লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেন। 

একসময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে কাজ করা আকরামকে দুই লিগের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে সাবেক পাক অধিনায়কের মন্তব্য, দুটিতেই কাজ করেছি। আইপিএল ও পিএসএলের আসলে তুলনা হয় না।

আকরামের ভাষ্যমতে, আইপিএল বিশাল কিছু। পাকিস্তানেও পিএসএল নিঃসন্দেহে অনেক বড় কিছু। পাকিস্তানে এটা ‘মিনি আইপিএল’র মতো।

বিজ্ঞাপন

এ সময়ে তার কাছে জানতে চাওয়া হয়, কোচ হওয়ার সুযোগ পেলে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলকে বেছে নেবেন। জবাবে আকরামের দাবি, অস্ট্রেলিয়া। তবে সেটি স্ত্রীর জন্যে নয়। অস্ট্রেলিয়ায় চাপ কম থাকবে। আমি আমার কাজ করতে পারব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |