ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভোরে মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ১০:১১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নারী কোপা আমেরিকার চলতি আসরে এক কথায় উড়ছে ব্রাজিল। গ্রুপ ‘বি’-তে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। তারা প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে ৪-০ গোলের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

অন্যদিকে একই গ্রুপের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তারা তিন ম্যাচে জিতেছে দুটি ম্যাচ। এখনও নিশ্চিত নয় সেমি-ফাইনালে খেলা। চতুর্থ ম্যাচে ড্র অথবা জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে সেমিতে খেলা। তবে হেরে গেলে শেষ হবে আসর।

আজ রাতে দুই দলেরই রয়েছে ম্যাচ। ব্রাজিল মুখোমুখি হবে পেরুর, আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

বিজ্ঞাপন

কলম্বিয়ার এস্তাদিও পাসকুয়াল গেরেরোতে ব্রাজিলের প্রতিপক্ষ পেরুর আর এস্তাদিও সেন্তেনারিওতে নামবে আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |