ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভোরে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জুলাই ২০২২ , ১০:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নারীদের কোপা আমেরিকায় সবচেয়ে অপ্রতিরোধ্য দল ব্রাজিল। এখন পর্যন্ত নারী কোপা আমেরিকার ৮ আসরের মধ্যে ৭বারই শিরোপা জিতেছে সেলেসাওরা।

বিজ্ঞাপন

অষ্টম শিরোপার লক্ষ্যে আগামীকাল (৩১ জুলাই) ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের নারীরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। বরাবরের মতো এবারের আসরেও অপ্রতিরোধ্য ছিল হলুদ-নীল জার্সিধারীরা।

গ্রুপ পর্বে চার জয় তুলে নেওয়া সেলেসাওরা সেমিফাইনালে প্যারাগুয়েকে ২-০ গোলে উড়িয়ে দেয়। এবারের আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনাল খেলবে ব্রাজিল।

বিজ্ঞাপন

যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়াও টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে চার ম্যাচের প্রতিটিতে জেতা কলম্বিয়া সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনার।

সেই ম্যাচে ১-০ গোলে জিতে প্রথমবারের মতো শিরোপা জেতার লক্ষ্যেই হট ফেভারিট ব্রাজিলের বিপক্ষে লড়বে এবারের আসরের স্বাগতিকরা। নিজেদের ঘরের মাঠ এস্তাদিও অলফোনসো লোপেজ স্টেডিয়ামে শিরোপা জয়ে রাঙাতে চাইবে কলম্বিয়ানরা।

এদিকে সেমিফাইনাল থেকে বাদ যাওয়া আর্জেন্টাইনরা এবারের আসরে তৃতীয় হয়ে সন্তুষ্ট থেকেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইনরা ৩-১ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়েকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |