ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কোপা আমেরিকার সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনার সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ জুলাই ২০২২ , ০৭:১৩ পিএম


loading/img

নারী কোপা আমেরিকার আট আসরে ৭ বারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার ৯ম আসরে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনাকে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের বাকি ৩ ম্যাচেও বড় জয় পায় ব্রাজিল। উরুগুয়েকে ৩-০, ভেনেজুয়েলাকে ৪-০ এবং সবশেষ ম্যাচে পেরুকে বিধ্বস্ত করে ৬-০ গোলে।

বিপরীতে সেমি-ফাইনাল নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। ব্রাজিলের কাছে  ৪ গোলে হারের পর পেরুকে হারায় ৪-০ গোলে। উরুগুয়েকে ৫-০ গোলে হারালেও ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচটায় পা ফসকালেই হতো বিপদ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে পৌঁছে যায় সেমি-ফাইনালে।

বিজ্ঞাপন

‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল-আর্জেন্টিনা এবং ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক কলম্বিয়া ও প্যারাগুয়ে নিশ্চিত করেছে সেমি-ফাইনাল।

আগামী ২৬ জুলাই সেমির প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আলফানজো লোপেজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। একই মাঠে ২৭ জুলাই মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

৩০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নবম নারী কোপা আমেরিকার আসরের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |