ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সেমিতে আর্জেন্টিনার বিদায়, ভোরে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ , ০৭:৪৮ পিএম


loading/img

নারী কোপা আমেরিকা প্রথম সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আগামীকাল ভোরে আলফানজো লোপেজ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নারী কোপা আমেরিকার গত আটবারের আসরে সাতবার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের চলতি আসরটাও যাচ্ছে বেশ দুর্দান্ত।

বিজ্ঞাপন

৯ম আসরে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বের বাকি ৩ ম্যাচেও বড় জয় পায় ব্রাজিল। উরুগুয়েকে ৩-০, ভেনেজুয়েলাকে ৪-০ এবং সবশেষ ম্যাচে পেরুকে বিধ্বস্ত করে ৬-০ গোলে। গ্রুপ পর্বের চার ম্যাচে একটি গোলও হজম করতে হয়নি ব্রাজিলকে। উল্টো প্রতিপক্ষের জালে ১৭ গোল করেছে তারা।

ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়েও বেশ ভালোভাবেই গ্রুপ পর্ব শেষ করে। ‘এ’ গ্রুপের রানার আপ প্যারাগুয়ে ৪ ম্যাচে জয় পায় ৩টিতে। তবে ফিফা র‍্যাঙ্কিং বিচারে ব্রাজিলের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে ৫০ নম্বরে রয়েছে প্যারাগুয়ে, ব্রাজিলের অবস্থান ৯।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। কারণ, এই ম্যাচটা জিতলেই অষ্টমবার শিরোপা জয়ের কাছে পৌঁছে যাবে ব্রাজিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |