শাকিব ও সাকিবকে দেখতে লাগবে ২০০ ডলার
দেশের উজ্জ্বল দুটি নাম শাকিব খান ও সাকিব আল হাসান। একজন ঢাকাই সিনেমার সুপারস্টার, অন্যজন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এবার একই সঙ্গে দেখা যাবে দুই তারকাকে। তাদের দেখতে খরচ করতে হবে ২০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা।
-
আরও পড়ুন... কারাগারে হিরো আলম!
শুক্রবার (২৯ জুলাই) নিউইয়র্কের ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ একটি অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে হাজির হবেন শাকিব খান ও সাকিব আল হাসান। শো টাইম মিউজিক আয়োজিত এই অনুষ্ঠানটির নাম- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় হবে এ অনুষ্ঠান। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ ডলার।
-
আরও পড়ুন... বিয়ের শর্তে চাকরি!
প্রসঙ্গত, কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ উপভোগ করছেন সাকিব আল হাসান।
মন্তব্য করুন